মো. মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মূলপাইন বাজারে স্থানীয়দের হাতে গাঁজা ও ইয়াবাসহ আটক হওয়া এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করার পর ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে, অনেকে মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচির হুমকি দিয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে। স্থানীয়রা জানান, উপজেলার মূলপাইন গ্রামের অনন্ত লাল চক্রবর্তীর ছেলে জীবন চক্রবর্তী (৫০) দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। বৃহস্পতিবার রাতে তাকে গাঁজা ও ইয়াবাসহ হাতে-নাতে আটক করে স্থানীয় জনতা এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ প্রথমে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে।
এ বিষয়ে অভিযুক্ত এসআই আসাদ সাংবাদিকদের জানান, “আটক কৃত জীবন চক্রবর্তীকে গণধোলাই দেওয়া হয়েছে এবং উদ্ধারকৃত মাদক রাস্তার ওপর পাওয়া গেছে। চিকিৎসার প্রয়োজন থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
তবে পুলিশের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় স্থানীয়রা। একজন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “জনতা ধরে দিল, মাদক উদ্ধার হলো, এরপরও পুলিশ তাকে ছেড়ে দিল! তাহলে আমরা কীভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো?”
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এসআই জ্যোতির্ময় সাংবাদিকদের জানান, “এ বিষয়ে পরে কথা বলা হবে।”
ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা আলোচনা চলছে। এলাকাবাসীরা জানায়, যদি এ ঘটনায় সঠিক তদন্ত ও আইনি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে নামবেন।