Faridpur District Representative:
ফরিদপুরের চরভদ্রাসনে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় হাজীগঞ্জ হাই থেকে গাবতলা পর্যন্ত বিক্ষুব্ধ নেতাকর্মীরা মশাল মিছিল করে তাদের প্রতিবাদ জানান।
এর আগে রাতে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ও সদস্য সচিব এ কে এম কিবরিয়ার স্বাক্ষরিত ভাঙ্গা পৌর সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। ১৫ সদস্য বিশিষ্ট ওই কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হন অহিদুজ্জান মোল্লা, এবং সদস্য করা হয় আব্দুল কুদ্দুস বাদশা (ভি.পি বাদশা)-কে। বাকিদের মধ্যে ১৩ জন সদস্য রয়েছেন।
তবে এই প্রস্তুতি কমিটিকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিষাদ বেগ, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহান মৃধা ও সোহরাওয়ার হোসেন। তারা নেতৃত্ব দেন দুই শতাধিক নেতা-কর্মীর, যারা মশাল বিক্ষোভ মিছিল করে তাদের ক্ষোভ উগরে দেন।