জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়া পৌর শহর এখন রীতিমতো দুর্ভোগের আরেক নাম। পৌর এলাকার অধিকাংশ সড়কই আজ চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা এসব সড়কে যান চলাচল তো দূরের কথা, পায়ে হাঁটা পর্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
নিম্নমানের কাজ, ভারী যানবাহনের চলাচল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলো ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে থাকে দিনের পর দিন। এতে সাধারণ মানুষ, বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা পড়ছে চরম দুর্ভোগে।
সরেজমিন চিত্র:
পৌর শহরের কলেজ মোড় থেকে হাই স্কুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম কর্নার গেট, উত্তরপাড়া, নাজিরপুর স্কুল রোড, হাই স্কুলের দক্ষিণ প্রান্ত, ৪নং ওয়ার্ড হয়ে ডাকবাংলা মোড়সহ প্রায় সব সড়কেরই একই করুণ অবস্থা।
রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। কিছু কিছু জায়গায় রীতিমতো হাঁটুসমান পানি জমে থাকে। এতে চলাচলে বিঘ্ন তো হচ্ছেই, দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বহুগুণ।
দুর্নীতির অভিযোগ:
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিগত সময়ে ঠিকাদাররা নিম্নমানের কাজ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে এসব কাজের অনুমোদন দিয়েছেন। দুইজন কর্মকর্তা এভাবে বহু নামমাত্র কাজের বিল উঠিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের দুর্ভোগ:
বানারীপাড়া পৌরসভায় রয়েছে একটি আলিম মাদ্রাসা, একটি ফাজিল মাদ্রাসা, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয় ও একাধিক কিন্ডারগার্টেন ও হাফেজি মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিনই এসব বিপজ্জনক ও দুর্ভোগপূর্ণ সড়ক দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।
জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা:
পৌরসভার অধিকাংশ খাল, ডোবা ও নালা বেদখল হয়ে গেছে। পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। সম্প্রতি দুইটি খাল পরিষ্কারের নামে লোক দেখানো কাজ হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
প্রশাসনের প্রতিশ্রুতি:
এ বিষয়ে বানারীপাড়া পৌরসভার সদ্য যোগদানকারী পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ বলেন,
“পৌরবাসীর দুর্ভোগ দূর করাই আমাদের মূল কাজ। ইতোমধ্যে পৌরসভায় বিষয়টি নিয়ে মিটিং করা হয়েছে। আমি নিজেই ঘুরে দেখে সড়কগুলোর জরাজীর্ণ অবস্থা দেখেছি। দ্রুত সংস্কার ও দীর্ঘমেয়াদি সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।”
He also said,
“কারণ অনুসন্ধান করে দেখা হবে কীভাবে এত দ্রুত রাস্তা খারাপ হয়ে যায়। পৌরবাসীকে পাশে থেকে সহযোগিতার অনুরোধ করছি।”