Saidpur (Nilphamari) Representative:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভালো নির্বাচন নিশ্চিত করতে আগে রাজনৈতিক ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে হবে। পরিবেশের উন্নতির জন্য প্রয়োজন মৌলিক সংস্কার, যা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শুক্রবার (৪ জুলাই) সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা আশা করি কার্যকর সংস্কার করলে আলহামদুলিল্লাহ ভালো নির্বাচন হবে। এখানে কোনো ‘যদি’ নেই।” তিনি আরও বলেন, সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের গুরুত্ব রয়েছে।
জামায়াত আমির বলেন, “আমরা সব সময় সহিংসতার বিরোধী এবং মব পলিটিক্স থেকে দূরে।” তিনি মব বিরোধিতায় সরকারের পাশাপাশি সব দলের নেতৃবৃন্দেরও দায়িত্ব নেওয়ার আহ্বান জানান, যাতে দেশে স্থিতিশীলতা বজায় থাকে।
তিনি বিকাল ৩টায় রংপুরে আয়োজিত জনসভায় যোগদানের জন্য রওনা দেন। তার সঙ্গে ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং ঢাকা উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন।