Shahiduzzaman Shimul, Satkhira:
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিন সন্তানসহ সাজিদা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৪ জুলাই) সকালে সাতক্ষীরার সীমান্তবর্তী কালিন্দি নদীর উত্তর কৈখালী এলাকা থেকে বিজিবির পরানপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
আটক গৃহবধূ সাজিদা খাতুন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মৃত রেজাউল করিমের স্ত্রী। আটক তিন সন্তানের নাম সাইফুল ইসলাম (১৬), পরাণ (১২) এবং সর্বকনিষ্ঠ সন্তান মাত্র ৫ বছর বয়সী।
বিজিবি সূত্রে জানা গেছে, সাজিদা ও তার সন্তানরা দালালের সহায়তায় সীমান্ত নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা তাদের আটক করেন এবং পরে শ্যামনগর থানায় হস্তান্তর করেন।
বিজিবি পরানপুর ক্যাম্পের হাবিলদার আকরাম হোসেন জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারী ও তার সন্তানদের আটক করা হয়। তারা সবাই ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং দালালের মাধ্যমে দেশে ফিরছিলেন।”
আটক গৃহবধূ সাজিদা খাতুন জানান, “প্রায় পাঁচ-ছয় বছর আগে স্বামী রেজাউল করিমসহ তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে অবস্থানকালেই স্বামী মারা যান। এরপর আর্থিক সংকটে পড়ে সন্তানদের নিয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।”
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, “পরিচয় যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হচ্ছে।”