আজ মঙ্গলবার ৮৬ বছরে পা রাখলেন বাংলা সংগীতের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী। জীবনের ৮৫ বছর পার করে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মেয়ের বাসায়। জন্মদিন প্রসঙ্গে এই বরেণ্য শিল্পী বলেন, “দেখতে দেখতে জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। জীবনকে যখন যেভাবে পেয়েছি, সেভাবেই মূল্যায়ন করার চেষ্টা করেছি। আমি কখনো বড় আয়োজনে নিজের জন্মদিন পালন করিনি। এটা আমার পছন্দও না। যা হয় তা ছোট পরিসরে, ঘরোয়া আয়োজন।”
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য শ্রোতাপ্রিয় ও কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। ‘এমনও তো প্রেম হয়’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’, ‘যেও না সাথি’, ‘চক্ষের নজর এমনি কইরা’, ‘আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার’সহ অসংখ্য জনপ্রিয় গান আজও মানুষের মুখে মুখে ফেরে।
সপ্তাহখানেক আগেই যুক্তরাষ্ট্রে গেছেন সৈয়দ আব্দুল হাদী। তবে জন্মদিনে দেশেও তাকে নিয়ে চলছে আয়োজন। আজ মঙ্গলবার চ্যানেল আইয়ের বিশেষ পর্ব প্রচারিত হবে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে। এতে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী গানগুলো নতুনভাবে পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পীরা—মহারাজা, আলাউদ্দিন ও শানু। সঙ্গে থাকবে তার জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্য তথ্যচিত্র এবং গুণগ্রাহীদের শুভেচ্ছাবার্তা।
গত এপ্রিল মাসে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘জীবনের গান’ শিরোনামে তার কণ্ঠে প্রকাশ পায় চারটি নতুন গান। অনুষ্ঠানটিতে উপস্থাপনায় ছিলেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। সেই অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদী জানিয়েছিলেন, নতুন গান না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে ফরিদুর রেজা সাগর ও আজম বাবুর আন্তরিক অনুরোধে রাজি হন। আর পুরোনো বন্ধু রফিকউজ্জামানের পাঠানো একটি গান তাকে ছুঁয়ে যায় বলেই আবারও গানে ফিরে আসেন।
১৯৪০ সালের ১ জুলাই জন্মগ্রহণ করা সৈয়দ আব্দুল হাদী ছয় দশকের বেশি সময় সংগীতাঙ্গনে সক্রিয়। পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক পেয়েছেন ২০০০ সালে। সর্বশেষ ২০২৪ সালের মেরিল–প্রথম আলো পুরস্কার আসরে আজীবন সম্মাননায় ভূষিত হন এই কিংবদন্তি শিল্পী।