ঢালিউডে দীর্ঘ ২৬ বছর ধরে কাজ করছেন শাকিব খান। সুপারহিট সিনেমার মাধ্যমে গড়ে তুলেছেন তারকা খ্যাতি ও বিশাল ভক্তগোষ্ঠী। সময়ের ধারায় ‘কিং খান’, ‘সুপারস্টার’, ‘নবাব’—এমন নানা উপাধিতে ভূষিত হয়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ের আলোচনায় শাকিবের নামের আগে নিয়মিতভাবে ব্যবহৃত হচ্ছে ‘মেগাস্টার’ শব্দটি।
এই শব্দচয়ন নিয়েই আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সম্প্রতি এক অনলাইন টক শোতে অংশ নিয়ে শাকিব খান ও সাম্প্রতিক সিনেমা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি ‘মেগাস্টার’ উপাধি নিয়ে সরাসরি বলেন, “কোনো কিছু হওয়া বড় কথা না, হয়ে থাকাটা বড় কথা।”
জাহিদ হাসান আরও বলেন, “আমরা তো এতগুলো হলে সিনেমা পাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত দর্শক ধরে রাখা যাচ্ছে না। এটা আমাদের জন্য, পুরো ইন্ডাস্ট্রির জন্য অপমানজনক। যতটা বিনয়ের সঙ্গে এগোনো যায়, ততটাই ভালো।”
এই প্রসঙ্গে আলোচনায় উঠে আসে সদ্য মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘তাণ্ডব’ ও জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’। জানা গেছে, বক্স অফিসে ‘উৎসব’ ভালো আয় করায় অনেকের নজর কাড়ে।
তবে জাহিদ হাসান সবার জন্য শুভকামনা জানিয়ে বলেন, “‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘এশা মার্ডার’, ‘নীলচক্র’ বা ‘ইনসাফ’—সবই আমাদের সিনেমা। আমরা চাই সব সিনেমা চলুক, সব সিনেমার দর্শক বাড়ুক।”