ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আগামীর বাংলাদেশ হবে মাদক ও বৈষম্যমুক্ত দেশ। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গণমানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস কাজ করেছিলেন। কিন্তু বর্তমান সরকার দেশের উন্নয়ন ব্যাহত করে বৈষম্যমূলক আচরণ চালিয়ে যাচ্ছে।
গতকাল (৪ জুলাই) ব্রাহ্মণপাড়া উপজেলার মাধপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, বিএনপির সভাপতি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দারুণ গতিতে এগিয়ে যাবে এবং মাদক ও বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলা হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভুইয়া, ও অন্যান্য নেতৃবৃন্দ।