Shahiduzzaman Shimul, Satkhira:
“আমরা পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচন চাই। কারণ, এই পদ্ধতিতে নির্বাচন হলে ভোট ডাকাতি, ভোট চুরি ও কালো টাকার প্রভাবমুক্ত হয়ে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব”— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন বিষয়ক সচিব ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
শুক্রবার (৪ জুলাই) সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী বাজারে জামায়াতে ইসলামীর আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “পিআর পদ্ধতিতে হলে জনগণ যেই রাজনৈতিক দলকে ভোট দেবে, সেই ভোটের অনুপাতে তারা সংসদে আসন পাবে। এতে একটি শক্তিশালী বিরোধীদল গঠিত হবে, সংসদ হবে কার্যকর ও প্রাণবন্ত। দুর্নীতির বিরুদ্ধে সংসদে সরব প্রতিবাদ হবে, নীতিনির্ধারণে ভারসাম্য থাকবে।”
তিনি আরও বলেন, “যারা ক্ষমতায় গিয়েও জনসেবা করতে পারে, দুর্নীতিমুক্ত থাকতে পারে— এমন লোকদের দিয়েই সরকার গঠন করতে হবে। জনগণের উচিত, ভোট দেওয়ার আগে ভেবে দেখা— আমরা কাদের হাতে আমাদের দেশ তুলে দিচ্ছি। যদি ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করতে চাই, তাহলে অবশ্যই সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হবে।”
পবিত্র হজব্রত পালন শেষে দেশে ফেরার পর অধ্যক্ষ ইজ্জত উল্লাহকে তালা উপজেলায় গণসংবর্ধনা দেওয়া হয়।
তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে ও অফিস সেক্রেটারি জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—
সাতক্ষীরা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী,
সাবেক উপজেলা আমীর ডা. আফতাব উদ্দিন,
কুমিরা ইউনিয়নের সাবেক আমীর মাওলানা জাকির হোসেন,
উপজেলা শুরা সদস্য মুস্তাফিজুর রহমান,
তেঁতুলিয়া ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল হালিম,
তালা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি জামালুল বান্না
এবং পাটকেলঘাটা শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশ নেন।