Pirojpur Correspondent:
আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন (PR – Proportional Representation) পদ্ধতির মাধ্যমে দেশের জনগণের প্রকৃত মতামত জাতীয় সংসদে প্রতিফলিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।
শুক্রবার (৪ জুলাই) সকালে পিরোজপুর পৌর জামায়াতের আয়োজনে জেলা জামায়াত কার্যালয়ে কর্মী সভা, শহরে গণসংযোগ এবং ভাড়ানিখাল খননকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
“জামায়াতের দাবি যৌক্তিকতা পেয়েছে সময়ের ব্যবধানে”
মাসুদ সাঈদী বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি ১৯৮৪ সালে জামায়াত প্রথম উত্থাপন করেছিল। যদিও তখন অনেকে এটিকে গ্রহণ করেনি, তবে ৭ বছর পর দেশের জনগণ এবং রাজনৈতিক নেতারা এর যৌক্তিকতা বুঝতে পেরেছিলেন। তেমনি পিআর পদ্ধতির দাবিও সময়ের ব্যবধানে সকলেই এর যৌক্তিকতা উপলব্ধি করবেন।”
He said, “পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এই পদ্ধতিতে জনগণের প্রতিটি ভোটের গুরুত্ব থাকে, মনোনয়ন বাণিজ্য, টাকার প্রভাব এবং নির্বাচন কেন্দ্রিক দুর্নীতিও প্রতিরোধ করা সম্ভব।”
“রাষ্ট্রীয় সংস্কার ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব নয়”
জুলাই-আগস্ট গণ-আন্দোলনের চেতনার কথা তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার প্রয়োজন। গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। জনগণের দাবি—আগে বিচার, তারপর নির্বাচন। তাই ইন্টারিম সরকারকে খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের পদক্ষেপ আগে দৃশ্যমান করতে হবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাষ্ট্রের কাঠামো সংস্কার ছাড়া যেভাবে খুশি একটি নির্বাচন দিলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদকে মেনে নেবে না।”
উপস্থিত নেতৃবৃন্দ
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখ, পিরোজপুর পৌর আমীর ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, ৫নং ওয়ার্ড আমীর মোদাচ্ছের হোসাইন, সেক্রেটারি আব্দুস সাত্তার, পিরোজপুর বাজার সভাপতি কবির হোসেনসহ পৌর ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।