সউদ আব্দুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
দীর্ঘ দুই দশক পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল। শনিবার (আজ) বিকেল ৫টায় পুনট উচ্চ বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এ ঐতিহাসিক কাউন্সিলের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুনট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান সরকার। কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মণ্ডল।
ত্রি-বার্ষিক এই কাউন্সিলে উপজেলা ও জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও বর্ণাঢ্য করে তোলে।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন-উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম বকুল, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ শুভ্র,জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সভাপতি পারভিন বানু রুলী ও সাধারণ সম্পাদক জাহেদা কামাল।
এছাড়াও কালাই উপজেলার পাঁচটি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ কাউন্সিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনুর ইসলাম।
দীর্ঘ আলোচনার পর কাউন্সিলের শেষপর্যায়ে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যমতের ভিত্তিতে পুনট ইউনিয়ন বিএনপির তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন:
আনিছুর রহমান সরকার – সভাপতি, শাহীনুর ইসলাম – সাধারণ সম্পাদক ও আব্দুল হান্নান – সাংগঠনিক সম্পাদক।
প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করছি। বিগত ১৭ বছরে আমাদের নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিবাদী সরকার জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন কমিটিও গঠন করতে দেয়নি। আজকের এই কাউন্সিল আমাদের প্রত্যাবর্তনের প্রতীক।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব বলেন, কালাই উপজেলা বরাবরই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। পুনট ইউনিয়নের এই কাউন্সিল আমাদের রাজনৈতিক অগ্রযাত্রার একটি শক্তিশালী পদক্ষেপ। এতে নেতাকর্মীরা নতুন উদ্দীপনায় কাজ করতে উদ্বুদ্ধ হবেন।
জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ শুভ্র বলেন, পুনট ইউনিয়নে আজকের এই কাউন্সিল শুধুমাত্র একটি কমিটি গঠনের আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের তৃণমূল রাজনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর প্রক্রিয়ার সূচনা। যুবদল এই নবগঠিত কমিটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে পুনট ইউনিয়ন বিএনপির এ কাউন্সিল বিএনপির সাংগঠনিক চেতনার এক উজ্জ্বল উদাহরণ। দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন সকলে।