ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির বিরুদ্ধে সম্প্রতি দলীয় সৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্টিত হয়।৩-জুলাই (বৃহস্পতিবার) বিকালে ইউনিয়ন বিএনপি মধুপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।খবর নিয়ে জানা যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ কারীদের প্রতিরোধ করা হবে।উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র নেতৃত্বে আমরা দলীয় লোকজন কাজ করছি।যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে পারি।মিছিলে ইউনিয়নের নেতৃবৃন্দ অপপ্রচার কারীদের বিরুদ্ধে স্লোগান দেয়।এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামছুল হুদা দুলাল,নয়ন,শামীম,মুহব্বত উল্লাহ,অলি আহমেদ,আহাদ মিয়া সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেয়।