জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গৃহীত ‘জুলাই ঘোষণাপত্র’কে সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তার দাবি, ঘোষণাপত্রটি এখন শুধু রাজনৈতিক দলীয় কৌশল নয়, বরং রাষ্ট্র পরিচালনার একটি নীতিগত রূপরেখা।
শনিবার (৫ জুলাই) বগুড়ার সাতমাথা এলাকায় জুলাই পদযাত্রা কর্মসূচির পঞ্চম দিনের এক পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন চাই, প্রতিটি অঞ্চলে সমবন্টনের ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত হোক।” তিনি জানান, এনসিপি বগুড়াসহ সারাদেশে নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই কোনো আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার।
সাবেক কাঠামোয় ফেরার চেষ্টা করা হলে তা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী হবে বলেও মন্তব্য করেন তিনি।
পথসভায় তিনি বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং দলটি বৈষম্যহীন ও প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক কাঠামোর পক্ষে অবস্থান নিচ্ছে।
তিনি যুব সমাজকে রাজনৈতিক সচেতনতায় অংশ নিতে উৎসাহ দেন এবং বলেন, দলটি দেশের বিভিন্ন জেলায় মতবিনিময় ও প্রচারণামূলক কর্মসূচি পরিচালনা করছে।