আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে প্রায় ১২ কোটি ৭৫ লাখ হতে যাচ্ছে। এই বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়িয়ে প্রায় ৪৫ হাজার করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
২০২৪ সালের ভোটার তালিকা হালনাগাদের পরবর্তী হিসাব অনুযায়ী, নতুন ভোটার সংখ্যা যুক্ত হওয়ায় অতিরিক্ত ২ হাজার ৭৮৬টি ভোটকেন্দ্র স্থাপনের প্রয়োজন দেখা দিয়েছে। এতে করে ভোটকেন্দ্রের মোট সংখ্যা দাঁড়াবে ৪৪ হাজার ৯৩৪টি.
ভোটকেন্দ্রের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরকে নিজস্ব অর্থায়নে পুরনো ও সম্ভাব্য ভোটকেন্দ্র সংস্কার বা মেরামত করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
ইসির উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে হবে যেন ভোটের আগে প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত থাকে।
বিষয় | দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (সম্ভাব্য) |
---|---|---|
ভোটার সংখ্যা | ১২,৩৭,৪০,৩৭৪ জন | ১২,৭৪,৮৮,৯৮৩ জন |
ভোটকেন্দ্র | ৪২,১৪৮টি | ৪৪,৯৩৪টি |
আইনশৃঙ্খলা রক্ষাকারী | ৭,৪৭,৩২২ জন | (বৃদ্ধির সম্ভাবনা রয়েছে) |
নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকে। দ্বাদশ নির্বাচনে আনসার, বিজিবি, পুলিশ, কোস্টগার্ডসহ মোট প্রায় সাড়ে সাত লাখ সদস্য নিয়োজিত ছিল। একইসঙ্গে জনপ্রতি ভাতা ছিল ৪০০ থেকে ১৮২০ টাকা পর্যন্ত।
ভোটকেন্দ্র বৃদ্ধির ফলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আরও সদস্য মোতায়েন এবং বাড়তি বরাদ্দের প্রয়োজন হতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, বাড়তি ব্যয় নির্বাচনী বরাদ্দ থেকেই পরিচালিত হবে।
খুব শিগগিরই ভোটকেন্দ্র সংখ্যা ও ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা ডাকার পরিকল্পনা রয়েছে ইসির। ওই সভায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় বাজেট অনুমোদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।