Job Representative:
শিশু সুরক্ষা সচেতনতা সপ্তাহ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে ‘অ্যাড্রেসিং ভায়োলেন্স: মেন্টাল ওয়েলনেস ফর বাংলাদেশি স্ট্রিট চিলড্রেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের ১০১ নম্বর কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পথশিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ এবং তাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বলেন, বাংলাদেশে পথশিশুদের সংখ্যা অত্যন্ত বিশাল। এদের অধিকারের সুরক্ষা, প্রতিভা ও দক্ষতা বিকাশে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। যেন এ দেশে প্রতিটি শিশু সমানভাবে বেড়ে উঠার সুযোগ পায়। সামাজিক ও পারিবারিক কাঠামোর নানা সংকট থেকে উদ্ভূত সহিংসতা মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও অগ্রণী ভূমিকা রাখা প্রয়োজন।
সেমিনারে কী-নোট বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. হাসান রেজা এবং যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির শিক্ষক ও মেন্টাল হেলথ ক্লিনিসিয়ান ড. শরীফ হায়দার। তাঁরা সহিংসতার শিকার পথশিশুদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি ও এর উত্তরণে করণীয় বিষয়ে তাদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরেন।
সেমিনারে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সেমিনার উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মহসিন রেজা।
এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. রাজিনা সুলতানা, ড. বুশরা জামান সহ বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলী। সেমিনারে বিভাগের ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা পথশিশুদের পুনর্বাসন, মানসিক স্বাস্থ্যসেবা ও সহিংসতা প্রতিরোধে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।