Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
নীলফামারীর সৈয়দপুরে প্রায় দুই হাজার পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. খোকন মিয়া (৫৫)।
শনিবার (১৯ জুলাই) বিকেলে রংপুর-সৈয়দপুর মহাসড়কের কামারপুকুর কলাবাগান এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ওই ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক বিক্রেতাকে আটক করে র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
থানা সূত্রে জানা যায়, র্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা শনিবার গোপন সূত্রে খবর পায়, এক ব্যক্তি রংপুর থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে বাসযোগে সৈয়দপুরের দিকে আসছে। এমন তথ্যে ওই ক্যাম্পের ডিএডি মো. আব্দুস সামাদ শেখের নেতৃত্বে র্যাব সদস্যরা সৈয়দপুরের কামারপুকুর কলাবাগান এলাকায় অবস্থান নেন।
এ সময় উল্লিখিত এলাকায় নোয়াখালী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা তৈয়্যবা ক্লাসিক পরিবহন নামের একটি বাস পৌঁছলে থামানোর সিগন্যাল দেয়। এতে বাসটি থামলে র্যাবের উপস্থিতি টের পেয়ে বাসে থাকা যাত্রী মো. খোকন মিয়া বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাকে বাসের গেট থেকে আটক করেন।
তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা কাগজে মোড়ানো অবস্থায় এক হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক পাঁচ লাখ ৮৯ হাজার পাঁচ শত টাকা। এছাড়াও আটক মাদক ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ২০ টাকা জব্দ করা হয়।
পরে র্যাব নীলফামারী ক্যাম্পের ডিএডি মো. আব্দুস সামাদ শেখ বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই সঙ্গে আটককৃত মাদক ব্যবসায়ীকে এবং উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোন পুলিশের কাছে হস্তান্তর করেন।
এক হাজার ৯৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন। তিনি বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী খোকন মিয়াকে আদালতে সোর্পদ করা হয়েছে।