Sylhet Correspondent :
সাবেক সংসদ সদস্য রণজিত চন্দ্র সরকারের ঘনিষ্ঠ সহযোগী আজিজুল হককে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। শনিবার রাতে তাহিরপুর উপজেলা সদর বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
আজিজুল উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের প্রয়াত রিফাত আলীর ছেলে ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর দায়ের করা নাশকতার মামলায় তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হয়। মামলাটি এখনও তদন্তাধীন এবং অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সাবেক এমপি রণজিত চন্দ্র সরকারের প্রত্যক্ষ প্রভাবে আজিজুল, এখলাছুর রহমান তারা ওরফে ‘একতারা’, এবং ইমরান আহমদ বিপক নামে তিনজন ব্যক্তি তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দখল করেন। পরে তারা ‘রণজিত লীগ’ নামে একটি অফিস খুলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিক অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ।
সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজির বিস্তৃত নেটওয়ার্ক
অভিযোগ রয়েছে, ওই তিনজনের নেতৃত্বে ভারতীয় বিড়ি, চিনি, কসমেটিকস, ইয়াবা, মদ, গাঁজা, অস্ত্র সহ নানা চোরাচালানি পণ্যের কারবার গড়ে ওঠে তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায়। নদী, ছড়া, ঘাট ও বাজারের ইজারা, খনিজ বালু-পাথর উত্তোলন ও ট্রলার ঘাটে চাঁদাবাজির মাধ্যমে গড়ে তোলা হয় কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য।
বিশেষ করে ঘাগড়া ঘাটে চাঁদা আদায়ের জন্য গড়ে তোলা হয়েছিল ইয়াবা আসক্তদের একটি ক্যাডার বাহিনী, যারা হাফপ্যান্ট পরে ট্রলার থামিয়ে চাঁদা আদায় করত বলে অভিযোগ রয়েছে।
‘রণজিত অফিস’ ছিল চোরাকারবারিদের তদবীরালয়
তাহিরপুর সদর বাজারে সাবেক এমপি রণজিতের নামে খোলা ‘অফিস কাম তদবীরালয়’ ছিল সীমান্ত চোরাকারবারিদের এক ধরনের প্রশিক্ষণকেন্দ্র। ভারতীয় মদের কার্টুন হাতে নিয়ে চোরাকারবারিরা সেখানে গিয়ে নির্দেশনা নিতেন এবং ফেরত গিয়ে চোরাচালানের কাজে লিপ্ত হতেন বলে স্থানীয়দের অভিযোগ।
অনেকেই আত্মগোপনে
আজিজুলের গ্রেফতারের পর তার দুই সহযোগী এখলাছুর রহমান তারা ও ইমরান আহমদ বিপক আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। এছাড়া এ চক্রের সাথে যুক্ত আরও বেশ কয়েকজন ব্যক্তি ভারত, ঢাকা ও সিলেটে আত্মগোপনে রয়েছেন।
Police statement
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিকুল হাসান রাসেল জানিয়েছেন,
“নাশকতার মামলায় তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় আজিজুল হককে গ্রেফতার করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”