মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে প্রায় সাত লক্ষাধিক টাকার ভারতীয় জিরা আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।১৮জুলাই শুক্রবার ভোরেউপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটার সম্মুখে টাঙ্গুয়ার হাওরে অভিযান কালে ৩০কেজি ওজনের ৪১বস্তা জিরা জব্দ করা হয়।জব্দকৃত জিরার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে সাত লক্ষ টাকা।ঐসময় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা জিরা দেশের অভ্যান্তরে প্রবেশ কালে করাচ্ছিল।এসময় থানা পুলিশের উপস্থিতি টেরপেলে ঘটনাস্থলে চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টেরপেয়ে নৌকা বুঝাই জিরা ফেলে রেখে পালিয়ে যায়।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর বিষয়টি নিশ্চিত করে জানান,পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।