পলাশ মন্ডল, সারিয়াকান্দি: বগুড়ার সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। রবিবার (১২ অক্টোবর) দুপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ মাছ, ৫০ পিস সরকার ঘোষিত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, এক হাজার মিটার কারেন্ট জাল ও ৫০০ মিটার ইলিশ জাল জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, থানার উপ-পরিদর্শক সুমন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অভিযান শেষে জব্দকৃত ইলিশ মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। পরে নিষিদ্ধ জাল কালিতলা ঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায় বলেন, “মা ইলিশ সংরক্ষণ আইন বাস্তবায়নে চলমান ২২ দিনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”







