৩ নভেম্বরের সকালটি ছিল ভারতের ক্রিকেট ইতিহাসে এক অনন্য সকাল। ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন—ট্রফিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন তিনি। গায়ে লেখা টি-শার্টে বার্তা, “Cricket is everyone’s game.” — যেন ভদ্রলোকের খেলা বলে পরিচিত ক্রিকেটকে নতুন অর্থে সংজ্ঞায়িত করলেন তিনি।
৫৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিশ্বকাপ শিরোপা জিতে ইতিহাস গড়েছে ভারত নারী দল। ১৯৭৩ সালে নারীদের ওয়ানডে বিশ্বকাপ শুরুর পর থেকে কখনোই চ্যাম্পিয়ন হতে না পারা দলটি এবার ১৩তম আসরে এসে সেই আক্ষেপ মিটিয়েছে।
রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের ৪৬তম ওভারে জয় নিশ্চিত করে ভারত। দীপ্তি শর্মার করা তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের ক্যাচটি এক্সট্রা কাভারে হারমানপ্রীতের হাতে জমা পড়তেই উল্লাসে ফেটে পড়ে গোটা ভারত। শেষ পর্যন্ত ৫২ রানের ব্যবধানে জিতে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে তারা।
এতদিন পুরুষ দলের বিশ্বজয়ের ইতিহাসে গর্বিত ভারত এবার নারী ক্রিকেটেও জায়গা করে নিল বিশ্বচ্যাম্পিয়নদের কাতারে। রাজপথ থেকে টিম হোটেল—সবখানেই উল্লাসে মেতে উঠেছে ক্রিকেটপ্রেমীরা।
বিশ্বকাপ জয়ের পর আইসিসির কাছ থেকে ভারত দল পাচ্ছে প্রায় ৫৪ কোটি টাকা পুরস্কার। পাশাপাশি নারী দলের এই ঐতিহাসিক অর্জনে খেলোয়াড়, কোচ ও কোচিং স্টাফদের জন্য ৭০ কোটি টাকার বিশেষ বোনাস ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।







