মারুফ সরকার, প্রতিবেদক : দৈনিক মাতৃকন্ঠের সম্পাদক খন্দকার আব্দুল মতিনকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগের মুখপাত্রস্থানীয় দৈনিক মাতৃকন্ঠের সম্পাদক খন্দকার আব্দুল মতিন ফ্যসিষ্ট হাসিনার দালাল ছিলো। তিনি একাধিকবার জাতিসংঘে খুনি হাসিনার সফর সঙ্গী ছিলেন। গত ১৬ বছর সত্যকে গোপন করে জনগণকে অন্ধকারে রেখে সরকারের পক্ষে দালালি করেছিল। আমরা আর কোনো সাংবাদিককে দেখতে চাই না, তারা কোনো দলের পক্ষে কাজ করছে। প্রতেকে যেন সঠিক ও ন্যায় খবর প্রকাশ করে। বিগত সময়ে যারা সরকারের পক্ষে দালালি করেছে, বৈষম্য করেছে তারা যেন বৈষম্যহীন বাংলাদেশে আর সাংবাদিকতা না করতে পারে। আমরা খন্দকার আব্দুল মতিন অবাঞ্ছিত ঘোষণা করছি এবং যেহেতু সে স পক্ষপাতিত্বমূলক সাংবাদিকতা করে এসেছে সেকারণে তার লাইসেন্স বাতিল করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
এসময় বক্তব্য রাখেন, হাসিবুল ইসলাম, মীর মাহমুদ সুজন, মিরাজুল মাজিদ তুর্য প্রমূখ।