শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন কটুক্তির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাস।
শনিবার (১৯ জুলাই) বিকালে জেলা শহর মাইজদী টাউন হলের মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জাসাস নোয়াখালীর সভাপতি সাংবাদিক লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মিলনের সঞ্চালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও কটুক্তির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
এসময় নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, জেলা বিএনপি নেতা সহিদুল ইসলাম কিরন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, জাসাস নোয়াখালীর দপ্তর সম্পাদক মো. ইদ্রিস মিয়া, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।