স্টাফ রিপোর্টার: আব্দুস সালাম মোল্লা:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের হুকুমআলি চৌকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে চরাঞ্চলের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের স্কুলমুখী করতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন চরভদ্রাসন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
দুই বিদ্যালয়ের মোট ৭০ শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয় স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, খাতা, কলম, ও ক্রীড়া সামগ্রী (যেমন ফুটবল)।
- হুকুমআলি চৌকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন
- চর কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন
এসময় আরও উপস্থিত ছিলেন:
- চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা
- ইউপি সদস্য ফারুক বিশ্বাস
- বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকগণ
- সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন
- বাংলাদেশ প্রেস ক্লাব, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা
- সাংবাদিক আব্দুস সবুর কাজল
উপজেলা প্রশাসন জানায়, নদীবেষ্টিত ও দুর্যোগপ্রবণ চরাঞ্চলে শিক্ষার আধুনিকায়ন ও সম্প্রসারণ নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।