সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”- এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ বালকদের জন্য সাঁতার প্রশিক্ষণ।
বৃহস্পতিবার (১৫ মে) সদর উপজেলার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পুকুরে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫-এর আওতায় আয়োজিত প্রশিক্ষণে অংশ নিচ্ছে ৪০ জন বালক।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা সাঁতার কোচ সাইফুল ইসলাম এবং সহকারী কোচ পারভেজ আহমেদ। প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি ও অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে জেলা ক্রীড়া অফিস।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামছুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাটুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী,ইউনিয়ন সদস্য সাহাদ আহমেদ, দাতা সদস্য আবদুর রহিম আনছার মিয়া ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। জেলা ক্রীড়া অফিসের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে এলাকাবাসীর মাঝে।