মুক্তাগাছা প্রতিনিধি;
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছার সাবেক ভিপি রফিকুল ইসলাম খান ওরফে ভিপি মানিক কে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের মোগলটুলা এলাকায় তার হ্যাচারি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মুক্তাগাছা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার অফিসার (তদন্ত)
রিপন গোপ জানান, মানিকের বিরুদ্ধে চলতি বছরের ৩০ আগস্ট হামলা, ভাঙচুর ও নাশকতার মামলা হয়। উক্ত মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়।
এদিকে ভিপি মানিকের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বড়গ্রামের মোগলটুলা এলাকায় মিষ্টি বিতরণ করে এলাকাবাসী।
উল্লেখ্য, সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদের আস্থাভাজন হওয়ায় জোরপূর্বক জমিদখল, মোগলটুলা উচ্চ বিদ্যালয়ে জাল দলিল করে দাতা হয়ে সভাপতি পদ ভাগিয়ে নেয়াসহ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এবং শিক্ষক নিয়োগ বাণিজ্যে মানিকের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে ।