লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে আতাউর রহমান বিপুল (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গত ১৭ জানুয়ারি তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চাচাতো ভাই আসাদুজ্জামান তালুকদার আপেল (৪৮) এর নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে বিপুলের ওপর হামলা চালায়। এতে তার ডান হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
স্থানীয়রা আহত অবস্থায় আতাউর রহমান বিপুলসহ আরও তিনজনকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ভাই আলামিন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।
পুলিশ তদন্তের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৩ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলা থেকে প্রধান আসামি মোঃ আসাদুজ্জামান তালুকদার আপেলকে গ্রেফতার করে। পরে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে একদিনের রিমান্ড মঞ্জুর হয়।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ৭ মার্চ ভোর ৫:৪৫ মিনিটে নিহতের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। সরিষাবাড়ী থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২টি রামদা, ১টি সামরায় ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান, “প্রধান আসামি গ্রেফতার হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”