নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চালক শাহ আলম খোকন, কলেজছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত ও সুলতান আহমেদ সুমন।
কবিরহাট থানার ওসি শাহীন মিয়া জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।







