২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪০৩ জন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ‘কারণ দর্শাও নোটিশ’ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানিয়েছেন, সাত কার্যদিবসের মধ্যে জবাব না দিলে অভিযুক্তদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেওয়া হবে। যাদের ছাত্রত্ব শেষ, তাদের সনদ বাতিলের সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সহিংস ঘটনায় জড়িতদের তদন্তে প্রথমে ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তীতে গঠিত কমিটির প্রতিবেদনে মোট ৪০৩ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়।
তালিকায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনান, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ সব হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম রয়েছে।
অন্যদিকে, জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্তর নাম তালিকায় নেই। তবে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার নাম রয়েছে।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “যারা শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের বিচারই আমাদের দাবি ছিল। তালিকা দেখে আমরা পরবর্তী মন্তব্য জানাবো।”
প্রক্টর জানান, নোটিশ মঙ্গলবার থেকেই কার্যকর হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেটে গৃহীত হবে।







