শিরোনাম
সরকার মানবিক গণতান্ত্রিক না হলে পোষাক পরিবর্তনে পুলিশ বাহিনীর চরিত্র পরিবর্তন হয় না   » «    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় পাঁচবিবির সাবেক মেয়র হাবিব গ্রেপ্তার   » «    শিবগঞ্জ সোনামসজিদ বিওপি সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক সীমান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ   » «    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি, আহত ৭   » «    শহীদ রাকিবের কন্যাকে তারেক রহমানের দেয়া আংটি উপহার দেওয়া হয়   » «   

মানিকগঞ্জের শিবালয় ৫দিন পর নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের সাবেক মেম্বার বারেক পিয়াদা (৬০) পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের পাঁচদিন পর লাশ উদ্ধার হয়েছে।
১১ জানুয়ারী শনিবার বিকেলে হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় পদ্মা নদীতে কালিতলা ঘাটে ভাসমান রেস্টুরেন্টের নিচে অর্ধগলিত লাশ পাওয়া যায়। তিনি উপজেলার আরুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সাবেক মেম্বার ও কোকরন্ড গ্রামের বাসিন্দা।
জানা যায় , বাকের পিয়াদা গত ৭ জানুয়ারি সন্ধ্যায় দেবীনগর নিজ বাসা থেকে নৌকা নিয়ে পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। রাতে বাড়ি না ফেরা ও মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজ করে তার সন্ধান না পাওয়া নো-পুলিশকে নিখোঁজর বিষয়টি জানানো হয়। ঘটনা স্থলের কাছাকাছি নৌকা পাওয়া গেলেও নিহতের কোনো হদিস মেলেনি। ঘটনার পাঁচদিন পর প্রায় ১৫ কিলোমিটার দূরে কালিতলা নামক স্থানে পদ্মা নদীতে ভাসমান রেস্টুরেন্টের নিচে  অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল-মামুন জানান, নিখোঁজের বিষয়ে থানায় অবহিত করার পর নৌ পুলিশ অনুসন্ধ্যান চালায়। পাঁচদিন পর উদ্ধার হওয়া লাশের ময়না তদন্ত ও মামলা সংক্রান্ত বিষয়ে ফরিদপুর জোন নৌ পুলিশ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মানিকগঞ্জের শিবালয় ৫দিন পর নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
সাম্প্রতিক সংবাদ