সোহরাওয়ার্দী কলেজের কনজুমার ইয়ুথ’র নেতৃত্বে ফাহিম, সম্পাদক আমিরুল
ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজুর্মাস সোসাইটি (সিসিএস) এর যুবশাখা কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শাহরিয়ার ফাহিম এবং বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিরুল ইসলাম ফারহাদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শনিবার দুপুরে সিসিএস এর মিডিয়া এন্ড আউটরিচ বিভাগের মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য ১৫ সদস্যবৃন্দ হলো- সহ-সভাপতি মোঃ বাইজিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লিখন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাতুল হাছান, দপ্তর সম্পাদক মুহাম্মদ আল আমিন, অর্থ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ নাঈমুর রহমান, মিডিয়া সম্পাদক তুষা নাঈম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক নওশীন তাবাসসুম নিধি, আইন সম্পাদক মোঃ রাসেল। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফারহানা রহমান ইশা, মানাম মার্জিয়া, মেহেদী হাসান।
সভাপতি মোঃ শাহরিয়ার ফাহিম বলেন,আমরা সকলে অবগত যে দেশে কিছু অসাধু ব্যবসায়ীও বিক্রেতা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পণ্যে খাদ্য সামগ্রীতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আসছে তা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে পেপার পত্রিকায় ব্যাপকভাবে লেখালেখি হচ্ছে। এর মধ্যে ফরমালিন, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, কার্বনডাইসহ বিষাক্ত রাসায়নিক অন্যতম। খাদ্যদ্রব্যে ও পণ্যে এগুলো ব্যবহার করার ফলে মানুষের লিভার,কিডনি,পাকস্থলী,ফুসফুস বিভিন্ন অঙ্গে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে মানুষের দেহে মরণব্যাধি ক্যান্সার,হার্ট অ্যাটাক,ডায়াবেটিস পরিলক্ষিত। যেন এক নীরব ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই মহামারী থেকে ভোক্তাকে সুরক্ষা দিতে বিশ্বজুড়ে যেমন ভোক্তা অধিকার আইন তৈরি হয়েছে ঠিক তেমনি বাংলাদেশেও ভোক্তা অধিকার আইন ২০০৯ প্রতিষ্ঠিত হয়েছে। আর এই আইনকে সকলের মধ্যে প্রভাব বা বিস্তার লাভের জন্য সর্বপ্রথম প্রয়োজন ব্যক্তিগত,সামাজিক,প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় সচেতনতা। আর এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই কনজিউমার ইউথ বাংলাদেশ ২০১৩ প্রতিষ্ঠিত হয়েছে। কনজিউমার ইউথ বাংলাদেশ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কলেজের সকল শিক্ষার্থীদের সার্বিকভাবে সহযোগিতা আমরা কামনা করছি।
নতুন কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফরহাদ বলেন, বাংলাদেশের ভোক্তাদের অধিকার নিশ্চিতকরণে এবং “ভোক্তা অধিকার আইন ২০০৯” এর বিষয়ে দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে কনজ্যুমার ইউথ বাংলাদেশ। সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি, কলেজের পাশে ক্যান্টিন ও দোকানের খাবারের দাম ও গুণগতমান নিশ্চিত করে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করবে সোহরাওয়ার্দী কলেজ শাখা। একই সাথে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবো।
উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫ টি থানা, ৬১টি জেলা ও ৫১টি বড় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে। কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ বা ‘সচেতন ভোক্তা সমাজ’ (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা, গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।