শিরোনাম
যথা সময়ে ছলাত বা নামায আদায় করো   » «    সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন বিহীন খাদ্য উৎপাদন   » «    কুষ্টিয়ায় নগদ টাকা ও ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী-‌ছে‌লে আটক   » «    আলেম, শিক্ষিত সমাজ ও দায়িত্বশীল বক্তব্য   » «    শরীয়তপুর জেলা পরিষদে দুদকের অভিযান, ২০টি প্রকল্পের অনিয়মের তদন্ত শুরু   » «   

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি

দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের দুই গ্রুপের মধ্যে মারামারির খবর পাওয়া গেছে। এ ঘটনায় মেহেরাব খান ও মিরাজ নামে দুই ছাত্র প্রতিনিধি আহত হয়েছেন।
আজ শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় মারামারির এ ঘটনা ঘটে। আহত মেহেরাব মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। আর মিরাজ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওমর ফারুক নামে ছাত্র প্রতিনিধিদের একজন জানান, ‘জুলাইয়ের ঘোষণাপত্র’ প্রকাশের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র মানিকগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের নিয়ে পৌরসভার বেউথা এলাকায় একটি কর্মীসভা করেন। সভার এক পর্যায়ে দুই গ্রুপের মাঝে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি পরে মারামারিতে গড়ায়। এতে ছাত্র প্রতিনিধি মেহেরাব খান ও মিরাজ আহত হন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, কেন্দ্রীয় নেতাসহ দুই পক্ষ বর্তমানে থানায় অবস্থান করছে। অভিযোগ শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি
সাম্প্রতিক সংবাদ