শিরোনাম
যথা সময়ে ছলাত বা নামায আদায় করো   » «    সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন বিহীন খাদ্য উৎপাদন   » «    কুষ্টিয়ায় নগদ টাকা ও ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী-‌ছে‌লে আটক   » «    আলেম, শিক্ষিত সমাজ ও দায়িত্বশীল বক্তব্য   » «    শরীয়তপুর জেলা পরিষদে দুদকের অভিযান, ২০টি প্রকল্পের অনিয়মের তদন্ত শুরু   » «   

ফরিদপুরে শহর জামায়েত ইসলামের উদ্যোগে আলিয়াবাদ মতিয়ারকুম দুস্তদের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে  শহর জামায়েত ইসলামের উদ্যোগে আলিয়াবাদ মতিয়ারকুম  এলাকায় ২২০জন দুস্তদের ১১ই জানুয়ারি বিকাল ৩ ঘটিকা কম্বল বিতরণ করেছেন।কম্বল বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের জামায়েত ইসলামীর  আমির মোহাম্মদ আশরাফ আলী  ।  অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়েত ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।
তিনি আগত দুস্থদের উদ্দেশ্য বলেন, অসহায় দুস্তদের পাশে বিপদ -আপদে  জামায়েত ইসলামসর্বদা পাশে থাকবে।  কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর শহর জামায়েত ইসলামীর আমির মোহাম্মদ জসিম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন,আলিয়াবাদ ইউনিয়ন জামায়েত ইসলামির সদস্য সচিব জুবায়ের হোসেন। আলিয়াবাদ ইউনিয়ন জামায়েতে ইসলামীর টিম সদস্য  আব্দুর  রাজ্জাক মোল্লা প্রমুখ। ফরিদপুর জেলায় জামায়েত ইসলামীর উদ্যোগে ৪৫০০দুস্থ টি পরিবারের মাঝে কম্বল বিতরণের মহতি উদ্যোগে হাতে নিয়েছে। এতে সুশীল সমাজ জামায়েত ইসলামীর মহতি  কর্মকান্ডে সাধুবাদ জানিয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ফরিদপুরে শহর জামায়েত ইসলামের উদ্যোগে আলিয়াবাদ মতিয়ারকুম দুস্তদের কম্বল বিতরণ
সাম্প্রতিক সংবাদ