শিরোনাম
তরুন প্রজন্ম প্রযুক্তিতে খুবই এক্টিভ, মির্জা ফকরুল ইসলাম আলমগীর   » «    আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করছে পুলিশ   » «    দৈনিক কালবেলার বাকেরগঞ্জ প্রতিনিধির উপর হামলার মামলায় পলাতক আসামি শহিদ গ্রেপ্তার   » «    বাকের গঞ্জে বাস- ট্রাক সংঘর্ষে ১ এক জন নিহত এবং আহত ৭ সাত জন   » «    মামলা নিয়ে রাসু-পারভেজের বানিজ্য : জায়গার বিরোধ শেষ করলেই মামলা থেকে মুক্তি   » «   

সবার সম্মিলিত চিন্তা ভাবনায় দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে : আসলাম চৌধুরী



চট্টগ্রাম প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ প্রেমের আদর্শকে ধারণ করে রাজনীতি করেছেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ। শনিবার (১১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার বিশ্ব কলোনির পি ব্লক স্কুল মাঠে জেএএম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি একথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, ‘এখন ফ্যাসিস্ট সরকার নেই। সবার সম্মিলিত ও ইতিবাচক চিন্তা ভাবনার মাধ্যমে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। রাজনীতির দুর্বৃত্তায়ন করে পতিত সরকার যে চক্র গড়ে তুলেছিলেন, সেটা ভেঙে ন্যায়পরায়ন রাষ্ট্র গঠন কাজ কঠিন হলেও অসম্ভব নয়। এরজন্য প্রয়োজন সকলের সদিচ্ছা ও আন্তরিকতা।’

তিনি বলেন, ‘রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে। দলের নাম ভাঙিয়ে এমন কিছু করা যাবে না, যাতে করে মানুষ আগের সরকারের সাথে তুলনা করতে পারে।

আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিমের সভাপতিত্বে এবং বিএনপি নেতা রায়হান উদ্দিন প্রধান ও  যুবদল নেতা ইলিয়াছ খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরু ল আলম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, জহুরু আলম জহুর, মোহাম্মদ মোরসালিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা নুর চৌধুরী, জমির আহমেদ, হাবিবুর রহমান হাবিব, শহিদুল্লাহ বাহার, শাহরিয়ার জিয়া, সখিনা বেগম, আব্দুর রহিম স্বজল, ফজলু মাস্টার, নুর বক্স মিলন, আব্দুর রব বিজয়, মীর জাহাঙ্গীর, কপিল উদ্দিন নজরুল, মহিউদ্দিন, আব্দুল হাকিম, সেলিম, সোহেল, তাজউদ্দিন, লিটন, নান্নু, রাসেল, রনি, সাদ্দাম, শামীম, সুমন বড়ুয়া, নাজিম, রিপন, শাহাদাত, হিমেল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সবার সম্মিলিত চিন্তা ভাবনায় দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে : আসলাম চৌধুরী
সাম্প্রতিক সংবাদ