শিরোনাম
যথা সময়ে ছলাত বা নামায আদায় করো   » «    সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন বিহীন খাদ্য উৎপাদন   » «    কুষ্টিয়ায় নগদ টাকা ও ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী-‌ছে‌লে আটক   » «    আলেম, শিক্ষিত সমাজ ও দায়িত্বশীল বক্তব্য   » «    শরীয়তপুর জেলা পরিষদে দুদকের অভিযান, ২০টি প্রকল্পের অনিয়মের তদন্ত শুরু   » «   

রামপাশায় শতাধিক শিক্ষকের মিলনমেলা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:

কুলাউড়া-জুড়ির বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষকের প্রাণবন্ত মিলনসভা অনুষ্ঠিত হয়েছে। ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে রামপাশাস্থ ইক্বরা মাদ্রাসা মাঠে শিক্ষকদের এ মিলনমেলা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল বারীর সভাপতিত্বে ও শিক্ষক এম এস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন; জিপিএস ইস্পাত এর হেড অব সেলস (কর্পোরেট) মো: এনামূল ইসলাম।
শিক্ষক এম এস আলী শনিবার (১১ জানুয়ারি) জানান;’ ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে রামপাশাস্থ ইক্বরা মাদ্রাসা মাঠে শিক্ষকদের এ মিলনমেলা ও প্রীতিভোজের অনুষ্ঠান গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে শুরু হয়। এতে দুই উপজেলার একশতাধিকেরও অধিক শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন’।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; ভূকশিমইল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নূরুল ইসলাম (নূর উদ্দিন),যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার শেখ আশরাফুল আলম রাজা,স্পেন প্রবাসী কমিউনিটি লিডার রমিজ উদ্দিন, ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ফখর উদ্দিন, ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার এন্ড চেয়ারম্যান সিরাজুল ইসলাম শফিক। শুভেচ্ছা বক্তব্য দেন ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি এটিএম সোলেমান।
অনুষ্ঠানে শিক্ষকদের মিলনসভায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন; কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সনজিত কুমার দাশ, ভূকশিমইল স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক খালিক উদ্দিন, ভূকশিমইল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শফিক মিয়া, উচাইল হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার তুহিন, ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফরমান আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ভূয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফসা খানম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মোনাইম প্রমুখ।
এছাড়া বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাকির হোসাইন সিদ্দিকী জামাল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, দুবাই প্রবাসী আব্দুল হামিদ প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * রামপাশায় শতাধিক শিক্ষকের মিলনমেলা অনুষ্ঠিত
সাম্প্রতিক সংবাদ