কুষ্টিয়ায় বেপরোয়া ড্রামট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত, আহত-৩
কুষ্টিয়ায় বেপরোয়া ড্রামট্রাক চাপায় রাজু আহমেদ নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুমারখালী উপজেলার সৈয়দ মাসুদ রুমি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র রাজু কুমারখালী উপজেলার কয়া গ্রামের মাসুদ আলীর ছেলে। পড়াশোনা পাশা-পাশি তিনি নলকূপ বসানোর কাজ করেন। আহতরা হলেন একই এলাকার আয়নালের ছেলে বিল্লাল, লাটা মোল্লার ছেলে আসলাম ও তাহেরের ছেলে মিরাজুল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভ্যানযোগে চারজন কুষ্টিয়া শহরের দিকে নলকূপ বসানোর কাজে আসতেছিলেন।এসময় সৈয়দ মাসুদ রুমি সেতু এলাকায় পৌছালে সামনের দিক থেকে আসা বালুবাহী একটি বেপরোয়া ড্রাম ট্রাক তাদের ভ্যানে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে রাজুর মৃত্যু হয়।আর বাকি চারজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তবে স্থানীয়রা ঘটনাস্থলে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।
এবিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, ট্রাক চাপায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।