শিরোনাম
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক   » «    থানায় লুট হওয়া অস্ত্রহ উদ্ধার   » «    জয়পুরহাটের কালায়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা   » «    মৌলভীবাজারে ১ কোটি ৩৮ লক্ষ টাকার মাদকদ্রব্য পুড়িয়েছে বিজিবি   » «    জয়পুরহাটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ৯ দফা, অন্যথায় কঠোর অন্দোলনের আল্টিমেটাম   » «   

শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল জনসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্রাজিতপুর ইউনিয়ন শাখা ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কর্তৃক জনসভা সত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন সভাপতি অধ্যাপক জনাব মোঃ শফিকুল ইসলাম বাদল।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের দু’বারের সফল চেয়ারম্যান ও রাজশাহী মহানগরীর আমির ড• মোঃ কেরামত আলী। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আল্লাহর মেহের বানীতে স্বৈরশাসনের পতন ঘটে ইসলামের পক্ষে যে পরিবেশ তৈরি হয়েছে তা ধরে রাখার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। তিনি আরো বলেন আগামীতে এ দেশের নির্যাতন-নিপীড়ন শোসন ও দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর আইন চাই ও সৎ লোকের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে আমাদেরকে ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আল্লাহর মেহেরবানীতে এদেশ থেকে স্বৈর শাসকদের পতন ঘটে যে ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয়েছে এটা তোকে যে কোনো মূল্যে ।

ধরে রাখতে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে তাহলেই একটি বৈষম্যহীন আদর্শ রাষ্ট্র তৈরি করা আমাদের সম্ভব হবে। এর সুফল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই তাদের ন্যায্য অধিকার ভোগ করতে পারবে।ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মোঃ সাদিকুল ইসলাম ও উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোঃ আব্দুল মান্নান সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা মোঃ আজিজুল হক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ