শিরোনাম
লক্ষ্মীপুরে পুলিশের উপর হামলা! গ্রেফতার -১১   » «    প্রথমবারের মতো কাঁকড়ার সম্পূরক খাবার উদ্ভাবন করলেন নোবিপ্রবি গবেষক   » «    ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে এনডিএফের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত   » «    ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বিলাসবহুল প্রাসাদ   » «    হাইওয়ে পুলিশ ও কমিউনিটি ব্যাংকের সমঝোতা চুক্তি   » «   

সৈয়দপুরে কর্ণফুলী ইন্সুরেন্সের উদ্যোগে ছয় শতাধিক শীতবস্ত্র বিতরণ

 সৈয়দপুর  নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে কর্ণফুলী ইন্সুরেন্স পিএলসির পক্ষ থেকে ছয় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে শহরের আদর্শ বালিক বিদ্যালয় কলেজ মাঠে এই কম্বলগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানী পিএলসি সৈয়দপুর শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ইনচার্জ আলহাজ্ব রশিদুল হক সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মো. আমিরুজ্জামান ও এম আর আলম ঝন্টু।
অন্যান্য অতিথির মধ্যে ছিলেন কর্ণফুলি ইন্সুরেন্স পিএলসি সৈয়দপুর শাখার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এসরার আহমেদ সাজু, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. রেহান, আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মাকছুদুর রহমান, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শীত উত্তরবঙ্গকে প্রতি বছরই কাঁপায়। শীতার্ত মানুষের শরীরে শীতবস্ত্র জড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে? এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার। কর্ণফুলী ইন্স্যুরেন্স বরাবরই আর্তমানবতার পাশে ছিল আছে এবং থাকবে।
কর্ণফুলী ইন্স্যুরেন্স সৈয়দপুর শাখার এক্সকিউটিভ অফিসার নওশাদ আনসারীর সঞ্চালনায়
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী ইন্সুরেন্সের সিনিয়র অফিসার শহিদুল ইসলাম, আব্দুর রহিম, সামিউল, রাজাসহ অন্যান্যরা।
শীতবস্ত্র পেয়ে সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের ষাটোর্ধ বৃদ্ধা জরিনা বেওয়া বলেন, ‘ঠান্ডাত যেনো হামরা মরি যাইসি, কাহো হামার দিকে দেখে না। কিন্তু এবার এই বীমার কম্বল পায়া মনটা ভরি গেইসে। হামার মত গরিবক যারা কম্বল দিসে তাঁরা যুগ যুগ বাঁচি থাকুক।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সৈয়দপুরে কর্ণফুলী ইন্সুরেন্সের উদ্যোগে ছয় শতাধিক শীতবস্ত্র বিতরণ
সাম্প্রতিক সংবাদ