নলছিটিতে ইসলামি ছাত্র আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
ঝালকাঠির নলছিটিতে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এ-র নলছিটি উপজেলা শাখার সম্মেলন -২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১ টায় নলছিটি পৌরসভা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামি ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি মুহাম্মদ ওয়ালিউল্লাহ সরদার। বিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহা. আব্দুল কুদ্দুস মল্লিক, সাধারণ সম্পাদক মাও. মুহা. শাহ জালাল হোসাইন, নলছিটি উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাও. আব্দুল কুদ্দুস হাওলাদার, উপজেলা কুরআন শিক্ষা বোর্ড সভাপতি মাও. মুহা. আব্দুল করিম, জাতীয় শিক্ষক ফোরামের উপজেলা সভাপতি মাও.মুহা. নজরুল ইসলাম, ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি মাও. জামাল হোসেন মল্লিক, মাও.মুহা.সাইফুল্লাহ সিদ্দিকী এবং মাও.মুহা. আব্দুল কাদের।
ইসলামি ছাত্র আন্দোলন নলছিটি উপজে শাখার সভাপতি কে এম কাওছার হোসাইনের সভাপতিত্বে অন্যদের মধ্য বক্তব্য রাখেন, ইসলামি ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা শাখার প্রচার সম্পাদক মো. আবু মুসা, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক ইসা আল মারুফ, ইসলামি যুব আন্দোলনের উপজেলা সভাপতি কবির হোসেন সরদার প্রমুখ।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নলছিটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগদান করে।