শিরোনাম
কুষ্টিয়া সীমান্তে উদ্ধার ভূখণ্ডে সীমান্ত পিলার স্থাপন করবে বিজিবি    » «    চট্টগ্রামে জলাবদ্ধতা: চার উপদেষ্টার হাতে নগরীর ভাগ্য   » «    ফরিদপুরে রিকশার ব্যাটারি চুরির করে কিশোর রিকশাচালক হোসাইন কে হত্যা গ্রেপ্তার -৩   » «    গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা   » «    মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «   

বিএফইউজে নেতৃবৃন্দের সাথে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের মতবিনিময় সভা

সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর প্রতিনিধি: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নীলফামারী সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে  সৈয়দপুরের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে  নীলফামারী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই আয়োজন করা হয়।
সভায় নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এনটিভির নীলফামারী প্রতিনিধি ইয়াসীন মো. সিথুন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট মাহমুদ রাফিন, সহ সভাপতি ও সাপ্তাহিক মানব সমস্যা পত্রিকার বার্তা সম্পাদক শাহজাহান আলী মনন, সাধারণ সম্পাদক ও ডেইলি মেসেঞ্জারের নীলফামারী প্রতিনিধি রিপন ইসলাম শেখ, কোষাধ্যক্ষ ও ইন্ডিপেনডেন্ট টিভির নীলফামারী প্রতিনিধি আরেফিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ও নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি রাশেদুল ইসলাম আপেল এবং সদস্য নয়া দিগন্তের সৈয়দপুর প্রতিনিধি জাকির হোসেন প্রমুখ।
এর আগে সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানানো হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। মতবিনিময় শেষে কেন্দ্রীয় সদস্য সচিব কাদের গণি চৌধুরী বিমানবন্দরে এসে উপস্থিত হলে পরে তাঁকেও
নীলফামারীর সাংবাদিক নেতারা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং রংপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। অতিথিবৃন্দ রংপুরে আয়োজিত সাংবাদিক সমাবেশে যোগ দিতে গমন করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা হয়। নীলফামারী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এতে মতামত তুলে ধরেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * বিএফইউজে নেতৃবৃন্দের সাথে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের মতবিনিময় সভা
সাম্প্রতিক সংবাদ