হলের প্রাক্তন নাম বহালের দাবিতে বাকৃবিতে ছাত্রীদের আন্দোলন
বাকৃবি প্রতিনিধি :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৩৬শে জুলাই হলের (পূর্বনাম: শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল) ছাত্রীরা হলের পুরোনো নাম বহাল রাখার দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন যে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তবে এ অভিযোগ পুরোপুরি নাকচ করেছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মুনির হোসাইন।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাতে হলের শিক্ষার্থীরা প্রাক্তন নাম “শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল” ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভায় হলের নাম পরিবর্তন করে “জুলাই ৩৬” রাখার সিদ্ধান্ত হয়। তবে শিক্ষার্থীরা এ পরিবর্তন মেনে নেননি।বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি তাদের দাবিকে গুরুত্ব দেয়নি বরং অসৌজন্যমূলক আচরণ করেছে।
এক শিক্ষার্থী লিখিত অভিযোগে জানান, “প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের সঙ্গে ফ্যাসিবাদী আচরণ করেছেন এবং তাদের দাবি মেনে না নেওয়ায় হুমকি দিয়েছেন। একজন সহকারী প্রক্টর শিক্ষার্থীদের ব্যক্তিগত আক্রমণ করে বাজে মন্তব্য করেছেন।”
তাদের আরও দাবি, “নতুন নাম ‘জুলাই ৩৬’ নয়, আমরা প্রাক্তন নাম ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ বহাল চাই।হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহসিন ফারজানা জানান, তিনি শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন যে এটি সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক নাম করণ করা হয়েছে কিন্তু শিক্ষার্থীরা কোনো প্রস্তাব গ্রহণ করেননি।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭তম সভায় হল ও অন্যান্য স্থাপনার নাম পরিবর্তন করা হয়। পরিবর্তনের মধ্যে “শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল” থেকে “জুলাই ৩৬” করা হয়েছে।