শিরোনাম
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক   » «    থানায় লুট হওয়া অস্ত্রহ উদ্ধার   » «    জয়পুরহাটের কালায়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা   » «    মৌলভীবাজারে ১ কোটি ৩৮ লক্ষ টাকার মাদকদ্রব্য পুড়িয়েছে বিজিবি   » «    জয়পুরহাটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ৯ দফা, অন্যথায় কঠোর অন্দোলনের আল্টিমেটাম   » «   

সাংস্কৃতিক সেতুবন্ধন স্থাপনে মৌলভীবাজারে ‘হারমনি ফ্যাস্টিভ্যাল’র উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি:
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী শ্রীমঙ্গলে এই প্রথম বিটিআরআই সংলগ্ন কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী (১০-১২ জানুয়ারি) বৃহৎ পরিসরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ‘হারমনি ফ্যাস্টিভ্যাল’র উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল প্রায় চারটার দিকে জেলার পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে শ্রীমঙ্গলে ‘হারমনি ফেস্টিভ্যাল’ নামে মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন (প্রধান অতিথি) প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
এসময় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন; বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন;সিলেট বিভাগীয় কমিশনার মো.রেজা-উন-নবী,এসএমই ফাউন্ডেশনের ব্যবস্হাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী,মৌলভীবাজার জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন,ইউএনও শ্রীমঙ্গল মো.ইসমাইল উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার মৌলভীবাজার সুদর্শন চাকমা প্রমুখ।
এছাড়াও হারমনি ফ্যাস্টিভ্যাল মেলায় মৌলভীবাজার জেলা সহ ঢাকা-সিলেট থেকে অসংখ্য ট্যুরিস্ট,প্রকৃতি প্রেমি,লেখক,কবি,গবেষক ও গণমাধ্যম কর্মীরা।
তবে মেলায় মৌলভীবাজার জেলায় অসংখ্য চা-বাগান,পাহাড়া,পর্বতে থাকা আদিবাসীদের উপস্থিতি কম ছিলো। শুধু শ্রীমঙ্গল উপজেলার ২৬ টি নৃ-জা‌তি গোষ্ঠীর বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ৫০ টি স্টল প্রদর্শীত হয়। এই হারমনি ফে‌স্টিভ্যাল ১০ থেকে ১২ জানুয়ারি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং সার্বিক নিরাপত্তার কাজে কড়া নজরদারি রাখবে উপজেলা প্রশাসন ও উপজেলা থানা-পুলিশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়,এতে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃ‌তিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন উপকরণ প্রদর্শনী হচ্ছে। অঞ্চলভিত্তিক এ ‘হারমনি ফেস্টিভ্যাল’ মেলাকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তু‌তি নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশ ও শ্রীমঙ্গল উপ‌জেলা প্রশাসন।
উক্ত মেলায় ৫০টি স্টলের মাধ‌্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎপা‌দিত পণ‌্য, খাবার, জীবনাচার, পোশাক ইত‌্যা‌দি প্রদর্শন ও বিক্রয় করা হবে।
এই বৃহৎ মেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তাদের সংস্কৃ‌তি, নাচ-গান, ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয়া‌দি ম‌ঞ্চে পারফরমেন্স করা হবে। উৎসবে খা‌সিয়া, গারো, ম‌ণিপুরী, ত্রিপুরা, সবর, খা‌ড়িয়া, রি‌কিয়াসন, বারাইক, কন্দ, রাজবল্বব, ভূঁইয়া, সাঁওতাল, ওরাও, গড়াইত, মুন্ডা, কুর্মী, ভু‌মিজ, বুনারা‌জি, লোহার, গঞ্জু, কড়া জন‌গোষ্ঠীসহ আরও বিভিন্ন জাতি গোষ্ঠী অংশ নিয়েছেন।
উল্লেখ্য যে,’ হারমনি ফ্যাস্টিভ্যাল’ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যা বিভিন্ন শিল্পকলা, সংস্কৃতি, এবং ঐতিহ্যগুলোকে একত্রিত করে। এই ধরনের ফেস্টিভ্যালগুলো সাধারণত মানুষের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করার উদ্দেশ্যে আয়োজন করা হয়। এতে বিভিন্ন ধরনের মিউজিক, নৃত্য, নাটক, শিল্প প্রদর্শনী এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে। কিছু হারমনি ফ্যাস্টিভ্যাল একাধিক জাতি ও সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে,যাতে সমাজে সহনশীলতা এবং একতা প্রচারিত হয়।
হারমনি ফ্যাস্টিভ্যালের প্রধান উদ্দেশ্য হলো; সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন এবং বিভিন্ন সম্প্রদায় ও জাতির মধ্যে সহনশীলতা, শ্রদ্ধা এবং একতা তৈরি করা। এটি মানুষের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন স্থাপন করতে সহায়তা করে,যেখানে বিভিন্ন শিল্পকলা, সঙ্গীত, নৃত্য, এবং ঐতিহ্য একত্রিত হয়ে সামাজিক ঐক্য ও সমঝোতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়। এছাড়া,হারমনি ফ্যাস্টিভ্যাল সাধারণত সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তির বার্তা ছড়ানোর উদ্দেশ্যেও আয়োজন করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সাংস্কৃতিক সেতুবন্ধন স্থাপনে মৌলভীবাজারে 'হারমনি ফ্যাস্টিভ্যাল'র উদ্বোধন
সাম্প্রতিক সংবাদ