শিরোনাম
লক্ষ্মীপুরে পুলিশের উপর হামলা! গ্রেফতার -১১   » «    প্রথমবারের মতো কাঁকড়ার সম্পূরক খাবার উদ্ভাবন করলেন নোবিপ্রবি গবেষক   » «    ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে এনডিএফের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত   » «    ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বিলাসবহুল প্রাসাদ   » «    হাইওয়ে পুলিশ ও কমিউনিটি ব্যাংকের সমঝোতা চুক্তি   » «   

কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে দিয়েই এবারের ইত্যাদির সুটিং শেষ করেছে হানিফ সংকেত

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:
দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পাশ পাওয়া দর্শকদের চেয়ে পাশ না পাওয়া দর্শকদের ভিড়ে ইত্যাদি অনুষ্ঠানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে দিয়েই ৯ জানুয়ারি রাত ১ টায় ইত্যাদির পুরোপুরি কাজ সমাপ্ত করতে পেরেছে পরিচালক হানিফ সংকেত ও তার ইত্যাদি টিম।
অনাকাঙ্ক্ষিত কিছু ঘটানার মধ্যে রয়েছে হট্টগো, চেয়ার ছোড়াছুড়ি, চেয়ার ভাঙচুরের মতো ঘটনা।এসব ঘটনা স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা সামাল দিতে না পেরে। নির্ধারিত সময়ের আগেই সুটিং স্থগিত করেন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৭টার পরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক রাজা টংকনাথের রাজবাড়িতে আয়োজিত ইত্যাদির অনুষ্ঠান ঘিরে এমন কিছু  অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
অনুষ্ঠানের বেশ কিছু হট্টগোল ও চেয়ার ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সমালোচনায় সরব নেটিজেনরা।
পরে স্থগিত করার ঘোষণায় ‘ইত্যাদি’ অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না, আমি ব্যর্থ। এই কথা শোনার পরে
তবে অনেক দর্শক বলছেন  এরকম একটি বড় আয়োজনে জায়গা আরো বেশি দরকার ছিল এবং প্রশাসনের লোকজন ও বৃদ্ধি করা উচিত ছিল।
স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও ও তার পার্শ্ববর্তী জেলাজুড়ে ৪ হাজার প্রবেশ পাশ শুভেচ্ছা ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে প্রায় লাখ খানেকের বেশি মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে চেয়ার ভাঙচুর করে কিছু উত্তেজিত দর্শক হয়। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে স্থগিত ঘোষণা করেন ইত্যাদি কর্তৃপক্ষ। পরে সেনাবাহিনীর ও পুলিশ আনাসার মিলে মাঠ থেকে আগত দর্শকদের বের করে দেন।তবে অনেকে দৌড়াদৌড়ি করে বের হওয়ার সময় আহতও হয়েছেন এমটাও জানাযায়।আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ও নিয়ে আসেন।তবে প্রায় দের ঘন্টা  সময় অতিবাহিত হয় মাঠ পরিস্কার করতে। পরে রাত প্রায় পৌনে ১১ টার সময় ইত্যাদি কর্তৃপক্ষ তাদের অসমাপ্ত সুটিংয়ের কাজ ভালোভাবেই সমাপ্ত করতে পেরেছেন। এবং কি সে সময়ও প্রায় ২/৩ হাজার দর্শক সেখানে উপস্থিত ছিলেন।  সে সময় ও হানিফ সংকেত বলেন, এখনকার মতো যদি আপনারা তখন সুশৃংখল ভাবে বসে থাকতেন তবে আমি অনুষ্ঠানটি আরো ভালোভাবে সম্পন্ন করতে পারতাম।
তবে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন অনেকেটা।
অপর দিকে অনুষ্ঠানে আগত কণ্ঠশিল্পী  লিজা তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে লেখেন, গতকাল খুব সুন্দরভাবে আমরা “ইত‍্যাদি” র নতুন একটি পর্ব ঠাকুরগাঁও এ শেষ করলাম। ইত‍্যাদিকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের ভালবাসা সামনে থেকে প্রত্যক্ষ করলাম,এ এক অসাধারণ অভিজ্ঞতা। অযথাই হামলা,মারামারি এসব ভূয়া খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার অনুরোধ রইলো সম্মানিত সাংবাদিক ভাইদের প্রতি। রবি চৌধুরী তার ফেসবুকের অফিসিয়াল পেইজে লিখেছনে, ইত্যাদির পুরো টিম আমাদের কিছু হয়নি আলহামদুলিল্লাহ। ১০ হাজার লোকের জায়গায় ২ লক্ষ লোক হয়ে গেছে। আর্মি এবং পুলিশের সহযোগিতায় শুটিং সম্পন্ন হয়েছে। চারিদিকে ভুয়া নিউজ। হায়রে ভিউ পাগল কিছু মিডিয়া।আবারো প্রমাণিত হলো ইত্যাদির কোন বিকল্প নেই। ইত্যাদি নাম্বার ওয়ান।
 এক বক্তব্যে  হানিফ সংকেত বললেন, কোনো হামলার ঘটনা ঘটেনি। রাণীশংকৈল জমিদার বাড়িতে অনুষ্ঠানের সুটিং করার জন্য গিয়েছিলাম। জায়গাটিতে মাত্র প্রায় ৭ হাজার দর্শক ধারণের ক্ষমতা ছিল। কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো অনুষ্ঠান স্থলে হাজির হন। ইত্যাদির প্রতি অত্যন্ত ভালবাসার কারণে এত বেশি দর্শক এসেছেন। এটা আমাদের ব্যর্থতা যে আমরা জায়গা সংকুলান হওয়ায়,দর্শকদের জায়গা দিতে পারিনি। অনুষ্ঠান ধারণ হবে না ঘোষণা দিলে, অনেকে চলে যায়। ঘন্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে অনুষ্ঠান ধারণ করা হয়। ৩১ তারিখ প্রচার হবে। অনুষ্ঠান দেখলেই বুঝতে পারবেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, মারামারি হয়নি, তবে কিছু দুষ্টু ছেলে চেয়ার ছোড়াছুড়ি করেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে দিয়েই এবারের ইত্যাদির সুটিং শেষ করেছে হানিফ সংকেত
সাম্প্রতিক সংবাদ