পীরগাছায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
পীরগাছা রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় প্রায় পাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্তু বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০জানুয়ারী) বিকেলে রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয় চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা, এসময় উপস্থিত ছিলেন, পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, শরিফুল ইসলাম ডালেজ,সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা বলেন, খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা বিভিন্ন জায়গায় অসহায়ের মতো শীতের কষ্টে দিন যাপন করছে। শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে রাত কাটায় তারা।তাই আমরা তাদের মাঝে শীত বস্ত্র দেওয়ার মাধ্যমে শীতের উষ্ণতা দেওয়ার চেষ্টা করেছি। তাদের সেবায় আমাদের এই আয়োজন।