শিরোনাম
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক   » «    থানায় লুট হওয়া অস্ত্রহ উদ্ধার   » «    জয়পুরহাটের কালায়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা   » «    মৌলভীবাজারে ১ কোটি ৩৮ লক্ষ টাকার মাদকদ্রব্য পুড়িয়েছে বিজিবি   » «    জয়পুরহাটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ৯ দফা, অন্যথায় কঠোর অন্দোলনের আল্টিমেটাম   » «   

শেরপুরে নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় সোয়া দুই কোটি টাকার পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা পাহাড়ি গ্রাম পানিহাটা তালতলার মাঠ এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা শাড়ি, লেহেঙ্গা, সানগ্লাস  ও ফেন্স গাউনসহ প্রায় সোয়া দুই কোটি টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ।
শুক্রবার(১০ জানুয়ারি)ভোররাত পৌণে দুইটার দিকে এসব পণ্য ভারত থেকে চোরাই পথে আমদানির সময় জব্দ করে বিজিবির টহল দল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারি সিন্ডিকেট। বিজিবি সূত্রে জানাগেছে,  গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে দুইটার দিকে পানিহাটা তালতলার মাঠ এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারির সাথে জড়িতরা ভারতীয় মালামাল ফেলে পালিয়ে যায়। পরে কার্টন ভর্তি ভারতীয় সানগ্লাস সহ  ২০ হাজার ৮৪৪ পিস, শাড়ি ৪১টি, বড় লেহেঙ্গা ১০টি, ছোট লেহেঙ্গা ৪টি, ফেন্সি গাউন ১টি, ফেন্সি লেহেঙ্গা ১টি জব্দ করে ক্যাম্পে আনা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ময়মনসিংহের সিও লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবির হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান থাকবে। সীমান্তে সব ধরণের অপরাধ দমনে বিজিবি কাজ করছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * শেরপুরে নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় সোয়া দুই কোটি টাকার পণ্য জব্দ
সাম্প্রতিক সংবাদ