সালথায় আমেনা রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আমেনা রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস এসোসিয়েশন ও আমেনা রশিদ ফাউন্ডেশন এবং রোটারী ক্লাব অব ঢাকা ইস্ট যৌথ উদ্যোগে এবং সালথা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় মোট ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
আমেনা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী মোল্লার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ) সুব্রত মিত্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
এ সময় উপজেলা জামাত ইসলামির নায়েবী আমির মো. আজিজুর রহমান, অগ্রণী ব্যাংক কর্মকর্তা মো. আরিফ হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেবুল ইসলাম, বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইদ্রিস আলী মোল্লা বলেন, আমরা সব সময় চেষ্টা করি মানুষের বিপদে এগিয়ে যেতে। তারই ধারাবাহিকতায় আমরা অসহায় ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছি। সকলকে আহবান জানাই, সবাই নিজ নিজ জায়গা থেকে হতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আসুন আমরা অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই।