শিরোনাম
লক্ষ্মীপুরে পুলিশের উপর হামলা! গ্রেফতার -১১   » «    প্রথমবারের মতো কাঁকড়ার সম্পূরক খাবার উদ্ভাবন করলেন নোবিপ্রবি গবেষক   » «    ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে এনডিএফের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত   » «    ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বিলাসবহুল প্রাসাদ   » «    হাইওয়ে পুলিশ ও কমিউনিটি ব্যাংকের সমঝোতা চুক্তি   » «   

ফরিদপুরের চরভদ্রাসনের হাটখোলায় আইন শৃঙ্খলা উন্নয়নে জনসচেতনা মূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

ফরিদপুরে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের হাটখোলা বাজারে ৯ই জানুয়ারি  বিকেল ৪ঘটিকায় যুবদল নেতা মোঃ শাহাদাতের সভাপতিত্বে আইন শৃঙ্খলা উন্নয়নে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ আব্দুল গফফার। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন  উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।

দেখা গেছে,চরভদ্রাসন উপজেলার সীমানাবর্তী একদিকে সদরপুর থানা অপরদিকে  নগরকান্দা ত্রিমুখী উপজেলার সম্মুখ স্থল হাটখোলা বাজার। ত্রিমুখী উপজেলার হওয়ার কারণে এখানে সরাচর অঘটন বেশি ঘটিয়ে  সমাজের তৃতীয় মাত্রা লোক আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে কিছু ফায়দার লোটার  অপচেষ্টা রয়েছে। মারামারি কাটাকাটি জমি দখল বাল্যবিবাহ  অহরহ এই এলাকায় ঘটে। বিচারের আলোর মূখদেখে খুব নগণ্য।

হাটখোলা বাজারে আইন শৃঙ্খলা উন্নয়নের লক্ষে সকল দোকানদার ঐক্যবদ্ধ হয়ে জান মাল রক্ষায় বাজারটির পাহারাদার জোরদার করনের সিদ্ধান্ত গ্রহণে আবদ্ধ হয়ে   আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বক্তব্য রাখেন, চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ আব্দুল গফফার,  চরভদ্রাসন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ডাক্তার মোঃ সাইদ হোসেন, শিক্ষক শাহ আলম নিশাতপ্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ফরিদপুরের চরভদ্রাসনের হাটখোলায় আইন শৃঙ্খলা উন্নয়নে জনসচেতনা মূলক সভা অনুষ্ঠিত
সাম্প্রতিক সংবাদ