শিরোনাম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি, আহত ৭   » «    শহীদ রাকিবের কন্যাকে তারেক রহমানের দেয়া আংটি উপহার দেওয়া হয়   » «    বুটেক্সের নতুন প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান   » «    চালের দাম বাড়ার সুযোগ আর থাকবে না : চট্টগ্রামে খাদ্য উপদেষ্টা   » «    লালমনিরহাটে পথচারীর অন্ডকোষ কামড়ে নিয়ে গেছে শিয়াল   » «   

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইডিয়েশন প্রতিযোগিতা নেক্সাস অব উইট অনুষ্ঠিত

 রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রেডি টু স্টাডি প্রেজেন্টস নেক্সাস অব উইট আইডিয়েশন প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ২০ হাজার টাকা প্রাইজমানি জিতে নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিম “ক্র‍্যাক প্লাটুন।” এছাড়াও ১ম রানার আপ হয়ে ১০ হাজার টাকা ও ২য় রানার আপ হয়ে ৫ হাজার টাকা প্রাইজমানি জিতে যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিম “এপিক নেগোসিয়েটর” এবং জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের টিম “প্রেশার কুকার।”
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে রেডি টু স্টাডি প্রেজেন্টস নেক্সাস অব উইটের চূড়ান্ত পর্ব শেষে পুরষ্কার বিতরণী আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক প্রশান্ত কুমার পোদ্দার। প্রোগ্রাম চেয়ার হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট মো: সাব্বির হোসেন।
দেশব্যাপী ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনলাইনে আয়োজিত প্রতিযোগিতাটির ১ম ও ২য় ধাপ শেষে চূড়ান্ত পর্বে আজ অংশ নেয় “চবি’র ক্রাক প্লাটুন”, “রাবি’র এপিক নেগোসিয়েটির”, “জবি’র প্রেশার কুকার”, “রুয়েটের ভাইটালিটি স্টেলারস”, “চুয়েটের নেক্সাস”, “ এমআইএসটি’র ট্রেস ব্র‍্যাভাডো”, “আর্মি আইবিএ সাভারের ইনসাইট ইনিশিয়েটর”, “ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের আইডিয়া ইগনিটারস” এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুটি দল “এলিমিনেটরস “ও “জুপিটার”।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত নেক্সাস অব উইট প্রতিযোগিতাটি প্রেজেন্ট করে বিদেশে উচ্চশিক্ষাপ্রার্থী শিক্ষার্থীদের সহায়তাকারী প্রতিষ্ঠান “রেডি টু স্টাডি”। এছাড়াও টেকনিক্যাল পার্টনার হিসেবে যুক্ত ছিল “ সিকদার এক্স”। প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার “দ্যা ডেইলি ক্যাম্পাস”, “রাইজিং বিডি” ও এশিয়ান টিভি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস পালনের প্রস্তুতি
সাম্প্রতিক সংবাদ