শিরোনাম
কুষ্টিয়া সীমান্তে উদ্ধার ভূখণ্ডে সীমান্ত পিলার স্থাপন করবে বিজিবি    » «    চট্টগ্রামে জলাবদ্ধতা: চার উপদেষ্টার হাতে নগরীর ভাগ্য   » «    ফরিদপুরে রিকশার ব্যাটারি চুরির করে কিশোর রিকশাচালক হোসাইন কে হত্যা গ্রেপ্তার -৩   » «    গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা   » «    মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «   

শেরপুরে ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ী উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ী উল্টে শান্ত(১৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০জানুয়ারি) গভীর রাতে ঝিনাইগাতী – ধানশাইল সড়কের জামতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শান্ত পূর্ব  ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্র গাড়ীটি নিয়ে কিশোর শান্ত ঝিনাইগাতী সদরে আসছিলো। এসময় রাস্তায় ঘণ কুয়াশা থাকায় গাড়ীটি চলন্তবস্থায় উল্টে   পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে গাড়ী চালক শান্ত ওই গাড়ীর নীচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুরবরণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * শেরপুরে ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ী উল্টে চালকের মৃত্যু
সাম্প্রতিক সংবাদ