শিরোনাম
ইতিহাস কমিশন গঠন করুন : সৈয়দ মার্গুব মোর্শেদ   » «    অন্তবর্তীকালীন সরকার আওয়ামী প্রেতাত্মাদের সুরে কথা বলছে : আমিনুল হক   » «    রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ৫০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ   » «    তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক   » «    থানায় লুট হওয়া অস্ত্রহ উদ্ধার   » «   

আমাকে তারা জানে মেরে সেই সাথে লাশ গুম করে ফেলবে- মওদুদ আবদুল্লাহ শুভ্র

জেলা প্রতিনিধি,কুমিল্লা
কুমিল্লায় নিজের জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্ষুদ্র  ব্যবসায়ি ও মানবাধিকার কর্মী এবং স্থানীয় সাংবাদিক   মওদুদ আবদুল্লাহ শুভ্র। ক্ষুদ্র ব্যাবসায়ি ও মানবধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র বলেন,বিগত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের আমলের সাবেক ক্ষমতাসীন  নেতার অনুসারী সন্ত্রাসীরা   আমার বাসার সামনে পুরাতন চোধুরী পাড়ার ডেলুনি বাড়ী গলিতে কালিবাড়ীর পুকুর পাড়ে দুটি  মোটরসাইকেলে করে এসে অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
 মোটরসাইকেলে করে  তারা ১০ লাখ টাকা চাঁদা দাবী করে এবং আমাকে   মামলা প্রত্যাহার করতে আল্টিমেটাম দেয় ।  মামলা প্রত্যাহার না করলে উল্টো তারা মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাসাবে বলে আল্টিমেটাম  দিয়ে যায় ।  আমাকে তারা উঠিয়ে নিয়ে যাবে এবং জানে মেরে  সেই সাথে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে যায়। আমি কুমিল্লা কোতোয়ালি মডেল থানা সাথে সাথে অনলাইন পুরো ঘটনা জানিয়ে   তাদের নাম উল্লেখ করে জিডি করি। এরা হলেন, সরল চৌধুরী( ৩৮) গাজীপুর চৌরাস্তা ঢাকা,সুমন মিয়া (৩৮) আমড়াতলি ইউনিয়ন কুমিল্লা, নজরুল (৩৫) কবিরাজ বাজার আমড়াতলি কুমিল্লা, কিরন বাবু (৪২) ডেলুনি বাড়ী রোড,পুরাতন চৌধুরী পাড়া কুমিল্লা, জনি ( ৩৮) ইসলামপুর রোড পুরাতন চৌধুরী পাড়া,কুমিল্লা। শিখর (৫৩) শাহীনবাগ তেজগাঁও ঢাকা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে মওদুদ আবদুল্লাহ শুভ্র জানান, আমি অফিসে যাওয়ার পথে তিনটি মোটরসাইকেলে করে ৬ জন সন্ত্রাসী আমার উপর হামলা চালায়। এসময় তারা আমাকে উপর্যপুরি কিল ঘুষি মারে আঘাত করে। আমাকে রড দিয়ে আঘাত করার দরুন আমি অসুস্থ হয় যাই এবং কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নেই। চিকিৎসা সেবা গ্রহণ করার পর  আমি কুমিল্লা কোতওয়ালি মডেল  থানায় লিখিত অভিযোগ  দায়ের করি।
গতবছরের ৩ আগষ্ট   রাতে আমি টিক্কচর ব্রিজ অতিক্রম করে শহরের দিকে আসতেছি এমন সময় বিগত আওয়ামী লীগের  ১৩/১৪ জন  সন্ত্রাসী ৪ থেকে ৫ টি মোটরসাইকেল ও একটি সিনএনজিতে করে সন্ত্রাসীরা  আমার সিএনজিকে গতিরোধ করে । এমন সময় সন্ত্রাসীরা আমার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করে এবং আমার সাথে থাকা মোবাইল ও টাকা পয়সা এবং সাংবাদিকতার কাজে ব্যাবহৃত ক্যামেরাটি ছিনিয়ে নেয়। তখন আমি তাদেরকে বলি দশ লাখ টাকা চাঁদা আমার কেন দিতে হবে। তখন তাদের মধ্যে  কয়েকজন বলে উঠে কুমিল্লা শহরে কাজ করলে আমাদেরকে চাঁদা দিতে হবে। আমার কাছে এত টাকা নেই চাঁদা দিতে অস্বীকৃতি করলে তখন তারা আমাকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ।
আমি আমার সিএনজি চালকের সাহায্যে  আমি তখন আমার বন্ধু কুমিল্লা জজকোর্টের আইন পেশায় নিয়োজিত  মোহাম্মদ জিল্লুর কামালকে ফোন করলে সে কয়েকজনকে নিয়ে এসে আমাকে ওই রাতেই কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করায়। আমি ওইখানে সেবাগ্রহণ করি। ফ্যাসিবাদী আওয়ামী সরকার ছাত্র জনতার বিক্ষোভের মধ্যে পতনের দুদিন আগে ৩ আগষ্ট থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে গতবছরের  ১৯ আগষ্ট   দ্রুত বিচার আইনে অজ্ঞাতনামা ৩ জন পুরুষ ও একজন মহিলাকে আসামী করে তাদের ব্যাবহৃত  ০১৯৭১০৭৩৫৮৪ মোবাইল নাম্বারসহ মামলা দায়ের করা করি।  যা জেলা পিবিআই এর তদন্তনাধীন রয়েছে। মামলার ঘটনার সত্যতা পাওয়ায় কুমিল্লা  জেলা পিবিআইয়ের ইন্সপেক্টর মোসলেহ উদ্দিন আইনি ব্যাবস্থা গ্রহণের জন্য চুরান্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিলের পর্যায়ে রয়েছে।
আমার জীবনের নিরাপত্তার  ২০১৭ সাল থেকে প্রশাসনের সহযোগিতা চেয়ে আসছি।  আমাকে অস্ত্র দিয়ে জখম, চাঁদাবাজি ও ছিনতাইয়ের দরুন  কোতওয়ালি মডেল থানায় ১৪  নভেম্বর আমি ৮ জনের নামসহ অজ্ঞাত ৪ থেকে ৫ জনের নামে   মামলা দায়ের  করি। মামলার আসামীরা হলেন,মহিউদ্দিন (৩৮) পিতা মৃত বাবুল সরদার, আমড়াতলী ৪ নং ইউনিয়ন পরিষদ,টাউট মতিন (৩৮) পিতা অজ্ঞাত,আদালত পাড়া, তারেক  (৪২) পিতা,অজ্ঞাত, সুবর্নপুর পাচথুবী ইউনিয়ন, ফয়সল রহমান  (৩৮) পিতা মৃত ওয়াকিলুর রহমান, ধানমন্ডি ঢাকা,মো.  মতিন (৪০) পিতা হাবিব,সদর দক্ষিণ গলিয়ারা ইউনিয়ন, আরাফাত (৩৬) ডুমুরিয়া চানপুর, আল আমিন (৩৫) পিতা অজ্ঞাত ফৌজদারি সংলগ্ন, সোনিয়া (৩২), আদালতের পশ্চিম গেইট এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন।
 মওদুদ আবদুল্লাহ শুভ্র কুমিল্লা জেলা প্রশাসক বরাবর ২৭ নভেম্বর  লিখিত অভিযোগ দায়ের করেন এবং একই তারিখে কুমিল্লা জেলা পুলিশ সুপার বরাবর এবং  কুমিল্লা র‍্যাব ১১ কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ করেন।
গত বছরের ৪ ডিসেম্বর জেলা ডিজিএফআই এবং এনএসআই  কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
এব্যাপারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা এর সভাপতি আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁন বলেন, মওদুদ আবদুল্লাহ শুভ্র একজন ক্ষুদ্র ব্যাবসায়ী,
মানবাধিকার কর্মী ও সাংবাদিক। তার উপর সন্ত্রাসী হামলা হলে সাধারণ মানুষ কোথায় যাবে । অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত তাহলে প্রশাসনের উপর মানুষের আস্থা আরও দৃঢ় হবে।
 হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি চেয়ারম্যান এড: সাইদ শাওন বলেন- মওদুদ আব্দুল্লাহ শুভ্র একজন মানবাধিকার কর্মী। তিনি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ। বিগত দিনও তাকে নানাবিধ ষড়যন্ত্র করে গুম খুন হত্যা করার চেস্টা সন্ত্রাসী সহ কিছু অন্যায়কারীরা করে আসছিলো। তার উপর এই রকম সন্ত্রাসী আক্রমন ও  বর্তমানেও উক্ত সন্রাসী মহল সহ যে বা যারা তার সাথে অপরাধের আশ্রয় অন্যায় করছে, কুমিল্লার  পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনীর উক্ত মামলার  আসামীদের দ্রুত গ্রেপ্তার সহ সকল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।তিনি আরো বলেন মওদুদ শুভ্র- একজন মানবাধিকার কর্মী, এতে তার মানবাধিকার সহ আইনি সুখাধিকার চরম মাত্রায় বিঘ্নিত হচ্ছে।
মাসিক মানবাধিকার খবর’র সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিন বলেন, মানবিক ও সামাজিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র উচ্চ শিক্ষিত মানুষ। তার উপর বিগত দিনে এমন বর্বরতামূলক আক্রমণের তীব্র নিন্দা জানাই। অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করাসহ বর্তমানে যে বা যারা তাকে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি-ধামকি দিচ্ছে বিভিন্ন চক্রান্ত করে; তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে  কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো: মহিনুল ইসলাম বলেন , পুলিশ এই মামলাটির আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে।  তিনি জানান অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তারসহ তথ্য সুত্রে মুল আসামিদেরকেও আইনের আওতায় আনা হবে।এই বিষয়ে অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না। ভিকটিম মওদুদ আবদুল্লাহ শুভ্র জানিয়েছেন তাকে মোটরসাইকেলে করে অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।  আমার নলেজে আসার সাথে সাথে আমি পুলিশ ফোর্স পাঠিয়েছি ভিকটিমের নিরাপত্তার জন্য।  তারা চাঁদাবাজ ও সন্ত্রাসী তাই ভিকটিমের কাছে  প্রশাসনের নাম ভাঙ্গায়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, আমি যোগগদান পর পর বলেছি  কুমিল্লায় এখন থেকে চাঁদাবাজির কোন সুযোগ নেই।  ভিকটিমের থানায় জিডির কপিটি আমাকে পাঠান আমি কোতওয়ালি থানার ওসির সাথে কথা বলে দ্রুত আইনি ব্যাবস্থা গ্রহণ করতে বলব।
ভুক্তভোগী মওদুদ আবদুল্লাহ শুভ্র বলেন, দ্রুত বিচার আইনে মামলা করা হয় প্রাণনাশের হুমকি দিয়ে জখম করার জন্য এবং কোতওয়ালি মডেল থানায় মামলা করা হয় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির জন্য।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আমাকে তারা জানে মেরে সেই সাথে লাশ গুম করে ফেলবে- মওদুদ আবদুল্লাহ শুভ্র
সাম্প্রতিক সংবাদ