শিরোনাম
যথা সময়ে ছলাত বা নামায আদায় করো   » «    সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন বিহীন খাদ্য উৎপাদন   » «    কুষ্টিয়ায় নগদ টাকা ও ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী-‌ছে‌লে আটক   » «    আলেম, শিক্ষিত সমাজ ও দায়িত্বশীল বক্তব্য   » «    শরীয়তপুর জেলা পরিষদে দুদকের অভিযান, ২০টি প্রকল্পের অনিয়মের তদন্ত শুরু   » «   

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১৮০ লিটার চোলাইমদ সহ ও সিএনজি আটক

 স্টাফ রিপোর্টার:
রাঙামাটি জেলা  কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  ১৮০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ  ও একটি সিএনজি জব্দ করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে বলেন, চন্দ্রঘোনা থানার অফিসার ভা: ইনচার্জ  মুহাম্মদ শাহজাহান কামাল জানান,’বুধবার (৮ জানুয়ারি)সকাল ৬ টা ২০ মিনিটে এসআই খুরশীক আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে চন্দ্রঘোনা থানা এলাকাধীন ২নং রাইখালী ইউপির টেকের মোড়স্থ রাইখালী অটোরিক্সা(সিএনজি) মালিক সমিতির কার্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে ১৮০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।এসময় অজ্ঞাতনামা সিএনজি চালক ও অপর সহযোগী পুলিশের উপস্থিতি খবর টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় বলে সুত্র জানা যায় ।’
অজ্ঞাতনামা সিএনজি চালক ও অপর সহযোগীর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায়  নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে বলে গনমাধ্যমকে জানান চন্দ্রঘোনা থানা পুলিশ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সাম্প্রতিক সংবাদ